অর্থ সংগ্রহ করার জন্য জঙ্গিরা ডাকাতি করে: স্বরাষ্ট্রমন্ত্রী





স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালজঙ্গিরা মানষ খুন করেই ক্ষান্ত হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘অর্থ সংগ্রহ করার জন্য জঙ্গিরা ডাকাতি করে।’ রবিবার সন্ধ্যায় রামকৃষ্ণ মিশনে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
জঙ্গিদের অর্থের যোগানে আরও কোনও তথ্য পাওয়া গেছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের অর্থদাতার আস্তানা খুঁজে বের কর আমরা গুঁড়িয়ে দিয়েছি। আমরা জানতে পেরেছি অর্থ সংগ্রহে তারা ডাকাতি করে।’ তিনি বলেন, সাভার থেকে উদ্ধার হওয়া টাকা জঙ্গিদের অর্থায়নে ব্যবহৃত হতো। ওখান থেকে জ্যামারসহ আরও অনেক ইকুইপমেন্ট উদ্ধার হয়েছে। ৩০ লাখ টাকা পাওয়া গেছে। এই সবগুলো জঙ্গিদের অর্থায়নে হতো বলে আমাদের ধারণা।’
আরও অর্থদাতা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তের পর বিস্তারিত জানানো হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি এ কে এম শহিদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা।
/আরজে/এমএনএইচ/