রাজধানীতে গাড়ি চুরি চক্রের ৬ সদস্য গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিরাজধানীর বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি চোরাই প্রাইভেটকার ও চারটি মোটরসাইকেলসহ অজ্ঞান করার কাজে ব্যবহৃত মলম ও ঘুমের ওষুধ ব্যবহৃত পানি উদ্ধার করা হয়। বুধবার (১২ অক্টোবর) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শফিকুল ইসলাম ওরফে হৃদয় (৩৫), আব্দুল মজিদ (৩৪), জুবায়দুল আলম ওরফে রানা (২৭), আব্দুল হালিম ওরফে আঙ্কেল (৩৫), রশিদ (২৯) এবং আসাদুজ্জামান লাল ওরফে লাল্টু (৩০)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বাংলা ট্রিবিউনকে বলেন, গত চার সেপ্টেম্বর পল্টন এলাকা থেকে চক্রটি একটি এক্সিও গাড়ি (ঢাকা মেট্রো গ-২৬-১৪৩২) রাজবাড়ী যাওয়ার জন্য ৬ হাজার টাকায় ভাড়া নেয়। তারা পল্টন থেকে শুরু করে ফার্মগেট, মোহাম্মদপুরসহ বিভিন্ন জায়গায় ঘুরে। পরে ওইদিন রাত পৌনে ১১টায় মোহাম্মদপুর ভাঙ্গা মসজিদের পাশে তারা গাড়িটি থামাতে বলে। এরপর ওই চক্রের সদস্যরা গাড়ি থেকে নেমে কৌশলে আখের রসের সঙ্গে ঘুমের ওষুধ মিলিয়ে ড্রাইভারকে খাওয়ায়। এর কিছুক্ষণের মধ্যে ড্রাইভার জ্ঞান হারালে তাকে ফেলে রেখে গাড়িটি নিয়ে চলে যায়।

পরে গাড়ির ড্রাইভার টিলুর জ্ঞান ফিরলে সে মোহাম্মদপুর থানায় একটি মামলা করে। পরে মামলাটি ডিবি পশ্চিমের কাছে হস্তান্তর হয়। ডিবির অনুসন্ধানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গাড়ি চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জাপান গার্ডেন সিটি থেকে চোরাই ছয়টি গাড়ি ও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

/এনএল/এআর/