তেজগাঁওয়ে গ্রেফতার সাত জেএমবি সদস্য রিমান্ডে

রাজধানীর তেজগাঁওয়ে আটক সাত জঙ্গিরাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার হওয়া ‘জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ’-এর (জেএমবি) সাত সদস্যকে ছয় দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম এ নির্দেশ দেন।

ডাকাতির অভিযোগে দায়ের করা মামলায় এদের আদালতে তোলা হয়। সেখানে প্রত্যেকের ১০দিন করে রিমান্ডের আবেদন করেন পুলিশের কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপ-পরিদর্শক সাইফুল ইসলাম। কিন্তু আদালত ছয় দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।  

আসামিরা হলেন- আবুল কাসেম ওরফে কাউসার ওরফে কাসু (২০), নাজমুল হাসান ওরফে নয়ন ওরফে নরেশ (২৩), রাশেদ (২৭), সেন্টু হাওলাদার ওরফে জাহিদ (২৬), আবুবক্কর সিদ্দিক ওরফে আকাশ ওরফে শুভ্র (২০), আবদুল বাসেদ (২২) ও জুয়েল সরকার ওরফে সৌরভ ওরফে সরকার (৩২)। সোমবার (১৭ অক্টোবর) রাতে সিটিটিসি ও পুলিশ হেড কোয়ার্টারের এলআইসি শাখার যৌথ অভিযানে গ্রেফতার করা হয় তাদের।

/এসআইটি/এআরএল/

আরও পড়ুন: 

মাকে রাসেল ‘আব্বা’ বলে ডাকতো