তাজিয়া মিছিলে হামলার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল

হামলা-পরবর্তী দৃশ্য (ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত)রাজধানীর হোসনি দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির পরিদর্শক শফি উদ্দিন শেখ জেএমবি’র ১০ জনের বিরুদ্ধে এই অভিযোগপত্র দাখিল করেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বিকালে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

আসামিরা হলেন আরমান, রুবেল ইসলাম ওরফে সজীব, জাহিদ হাসান ওরফে রানা ওরফে মুসায়াব, আহসানউল্লাহ মাহমুদ, কবির হোসেন ওরফে রাশেদ ওরফে আশিক, মাসুদ রানা, আবু সাঈদ সোলায়মান ওরফে সালমান, শাহজালাল, ওমর ফারুক ওরফে মানিক ও চান মিয়া। এরা কারাগারে আটক আছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি আরমান, জাহিদ, রুবেল ও কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা বলেছেন, হামলার ১২ দিন আগে গত বছরের ১০ অক্টোবর তারা বৈঠক করে হোসেনি দালানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন।

১৬ অক্টোবর আসামি আশিক, রুবেল, মাসুদ, হিরণ ও সোলায়মান ঘটনাস্থল ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ (রেকি) করেন। আর রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত সাঈদ ওরফে হিরণ ওরফে কামাল, আলবানি ওরফে শাহাদত ওরফে মাহফুজ ওরফে হোজ্জা ও আবদুল্লাহ বাকি ওরফে আলাউদ্দিন ওরফে নোমান, ছিলেন হামলার পরিকল্পনাকারী। এদের সঙ্গে মাসুদ রানাও পরিকল্পনায় ছিলেন। পরিকল্পনা অনুযায়ী, তিনি ও তার সহযোগীরা হোসনি দালানের কাছাকাছি ঘর ভাড়া নেন।

গত বছরের ২৩ অক্টোবর গভীর রাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলা হয়। এতে দুজন নিহত ও শতাধিক লোক আহত হন।

ওই ঘটনায় চকবাজার থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনে চকবাজার থানায় একটি মামলা করেন।

/এসআইটি/এআরএল/

আরও পড়ুন: 

আ. লীগের সম্মেলনকে স্বাগত জানিয়েছে বিএনপি