রাজধানীতে পাঁচ জেএমবি জঙ্গি আটক

রাজধানীর উত্তরা ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের জঙ্গি প্রশিক্ষক বিস্ফোরক বিশেষজ্ঞ ও অর্থ সমন্বয়কারীসহ পাঁচ জঙ্গিকে আটক করেছে র‌্যাব-২। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।আটককৃত পাঁচ জেএমবি
আটককৃতরা হলেন- মাওলানা আব্দুল হাকিম ফরিদি ওরফে সুফিয়ান (৪০), রাজিবুল ইসলাম ওরফে রাজিব ওরফে আহমেদ (২৯), গাজী কামরুস সালাম সোহান ওরফে আবু আব্দুল্লাহ (২৭), মো. সোহেল রানা ওরফে খাদেম ওরফে মোয়াজ্জিম ওরফে সোহেল ওরফে শহীদুল্লাহ (২৩), এবং শেখ মো. আবু সালেহ ওরফে লিটন ওরফে উরাইয়া (৪২)।
বৃহস্পতিবার বেলা ১২টায় কাওরান বাজার রেলওেয় মিডিয়া সেন্টারে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এক সংবাদ সম্মেলনে জানান, গতকাল রাত ৮টায় এয়ারপোর্ট-রেলস্টেশন এলাকা থেকে মাওলানা আব্দুল হাকিম ও রাজীবুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আদাবরের মোহাম্মাদীয়া ক্যাফে থেকে কামরুল, সোহেল ও আবু সালেহকে গ্রেফতার করা হয়।আটককৃত জেএমবিদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ
তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ১০টি ককটেল, পাঁচটি ডেটুনেটর, এক কয়েল তার, ১ কেজি সাদা পাউডার, ২০০ গ্রাম বারুদ, দেড় কেজি তারকাটা ও বল, দুটি সার্কিট বোর্ড ও ১৫টি ক্লিপ টাইপ সার্কিট উদ্ধার করা হয়।

/এনএল/এসএনএইচ/আরজে/এআর/