রাষ্ট্রদূতের ব্যাগ চুরি: ১ দিনের রিমান্ডে রুবেল ও সোলাইমান

 

 

নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের ব্যাগ চুরির ঘটনায় দুই আসামি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারার হ্যান্ডব্যাগ চুরি মামলার আসামি রুবেল ও সোলাইমানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার আসামি পক্ষের জামিন আবেদন নাকচ করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সাদবির ইয়াসির আহসান চৌধুরী।

ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মাহমুদুর রহমান জানান, গোয়েন্দা ‍পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী দুই আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, চুরির ঘটনার সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা, থাকলে তাদের নাম-ঠিকানা সংগ্রহ ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড প্রয়োজন।

আসামিদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী মো. মিঠুন মজুমদার। শুনানি শেষে মহানগর হাকিম জামিন আবেদন নাকচ করে প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২১ নভেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারা। অনুষ্ঠান উদ্বোধন করার সময় তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগটি তিনি চেয়ারে রেখে যান। সেখান থেকেই রুবেল  হ্যান্ড চুরি করে পালিয়ে যায়। পরবর্তী সময়ে উপস্থিত সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা  হয়।

চুরির পরই অপরাধীকে খুঁজতে মাঠে নামে পুলিশ। বুধবার রুবেলকে রাজধানীর শনিরআখড়া ও সোলাইমানকে বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

/আরজে/এমএনএইচ/