কুটুমবাড়িসহ আট প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 

 

ভ্রাম্যমাণ আদালতফুটপাত ও রাস্তায় মালামাল রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশের খাবার রাখার দায়ে পান্থপথের কুটুমবাড়িসহ আট প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমান এই জরিমানা করেন। সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পান্থপথের অভিযানে কুটুমবাড়ি রেস্তোরাঁকে ৫ হাজার টাকা,  ক্যাফে আলী রেস্তোরাঁকে ১০ হাজার টাকা, ইউসুফ বিরানী রেস্তোরাঁকে ৪ হাজার টাকা, সাগুফতা ডেভেলপারকে ১০ হাজার টাকা, কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের মহিন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা ও থ্রি স্টার ডোরকে ১০ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া পচা খাবার ও লেভেলবিহীন দইসহ ফ্রিজারে একই সঙ্গে বিভিন্ন ধরনের খাবার রাখার দায়ে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে অবস্থিত ভাত-ভর্তা রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা এবং মেরিন রেস্তোরাঁকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে ফুটপাত দখলকারী ৯০টি স্থাপনাও উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ওএফ/এমএনএইচ/