শুল্ক আইন লঙ্ঘন করায় মিসরের বিদায়ী রাষ্ট্রদূতের গাড়ি জব্দ





মিসরের বিদায়ী রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জতের গাড়িশুল্ক আইন লঙ্ঘন করায় মিসরের বিদায়ী রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জতের গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।
শুল্ক গোয়েন্দারা জানান, মিসরের বিদায়ী রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল রেনজ রোভার গাড়িটি বাংলাদেশে নিয়ে আসেন। বাংলাদেশ থেকে চলে যাওয়ার সময় তিনি শুল্ক আইন অনুযায়ী গাড়িটি নিয়ে যাননি। গাড়িটি বারিধারার একজন ব্যবসায়ীর কাছে হস্তান্তর করেন।
ড. মইনুল খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কূটনৈতিক সুবিধায় নিয়ে আসা বিলাসবহুল রেনজ্ রোভার গাড়িটি ব্যবহারে শুল্ক আইন মানেননি মিসরের বিদায়ী রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত। গোপন সূত্রে তারা খবর পাই শুল্ক আইন অমান্য করে তিনি গাড়িটি রাজধানীর বারিধারার এক ব্যবসায়ীর কাছে হস্তান্তর করেন। রবিবার ওই ব্যবসায়ীর বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়। গাড়িটির বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।
/জেইউ/এমএনএইচ/