ঘুষ গ্রহণকালে উপ-কর কর্মকর্তা গ্রেফতার

গ্রেফতারঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন(রাজস্ব সার্কেল-২) এর উপ-কর কর্মকর্তা আলী আকবর। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, চট্টগ্রামের চাঁদগাঁওয়ের রূপালী আবাসিক এলাকার একটি বাড়ির হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও বাড়ির মালিকের নাম পরিবর্তন বাবদ এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন আলী আকবর। ঘুষ দাবির বিষয়টি দুদককে জানানো হলে প্রাথমিক তদন্ত শেষে অভিযোগটি আমলে নিয়ে ফাঁদ তৈরি করেন কর্মকর্তারা।
দুদকের চট্টগ্রাম-১ সজেকার সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামানের নেতৃত্বে একটি দল মঙ্গলবার সিটি কর্পোরেশনের সার্কেল অফিসে অবস্থান নেন। এরপর দুদকের কর্মকর্তার ইশারায় ওই ব্যক্তি আলী আকবরের কক্ষে গেলে আবারও ঘুষ দাবি করেন সিটি কর্পোরেশনের ওই কর্মকর্তা। এরপর ওই ব্যক্তির কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে আলী আকবরকে গ্রেফতার করেন দুদক কর্মকর্তারা।
এ ঘটনায় চানগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৭।
আরও পড়ুন-

বাজানদারের মতো রোগে আক্রান্ত কিশোরী শাহানা
সাক্ষাতকারে প্রথম নারী নির্বাচন কমিশনার: আমরা সফল হবোই



/আরজে/টিএন/