রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ৪ জন ঢামেকে

অজ্ঞান পার্টিরাজধানীতে পৃথক স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন চারজন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ(ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া চারজন হলেন, মো. মমিন হোসেন (২৫), রুহুল আমিন সিকদার (৪২), আব্দুল্লাহ আল আজিজ (৩৪) ও সেলিম মিয়া (৩৫)।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জানা গেছে, মোমিন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুগড়াপাড়া এলাকার কাঞ্চন মিয়ার ছেলে। তিনি মুগরাপাড়া এলাকায়
টাইলসের ব্যবসা করেন। মোমিন বুধবার বিকালে ১ লাখ টাকা নিয়ে ব্যবসায়ের জিনিসপত্র কিনতে বাসে করে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। অজ্ঞানপার্টির সদস্যরা তাকে অচেতন করে ১ লাখ টাকা নিয়ে যায়। বাসের চালক সুপারভাইজারের মাধ্যমে খবর পেয়ে তার ভাই সুমন তাকে যাত্রাবাড়ী থেকে উদ্ধার করেন। পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।

এদিকে রাজধানীর গুলিস্তান থেকে রুহুল আমিন সিকদার নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জেরর ফতুল্লা থেকে ব্যবসায়ীক কাজে ঢাকায় যাচ্ছিলেন। অজ্ঞানপার্টির সদস্যরা তাকে অচেতন করে ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে তার বন্ধু ও বড়বোন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে মিরপুরের টোলারবাগের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল্লাহ আল আজিজ মিরপুর ১০ নম্বরের একটি ব্যাংক থেকে ২ লাখ টাকা তুলো বাসায় যাওয়ার জন্য বাসে উঠতেই অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। তাকে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, বাসে উঠতেই একজন পেছন থেকে তার মুখের ওপর একটি রুমাল ঝাড়া দেয়। এরপর থেকেই তিনি অস্বস্তিবোধ করছিলেন। তাকে অচেতনের জন্য কিছু একটা করা হয়েছে বুঝতে পেরে তিনি টোলারবাগ আনসার ক্যাম্প এলাকায় বাস থেকে নেমে পড়েন। এলাকার লোকজনের সহায়তায় তিনি বাসায় যান। সেখান থেকে সন্ধ্যায় তার স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

এদিকে বুধবার দুপুরে রামপুরা আবুল হোটেলের সামনে থেকে অচেতন অবস্থায় সেলিম মিয়াকে উদ্ধার করে দুপুর সোয়া ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে অচেতন করে অজ্ঞানপার্টির সদস্যরা ১২ হাজার টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে গেছে।

/এআইবি/এআর/