র‌্যাব-পুলিশ দেখলেই উত্তেজিত হয়ে পড়ছেন শ্রমিকরা

 

গাবতলীতে শ্রমিকদের অবস্থানপরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে গাবতলীতে পুলিশের সঙ্গে কয়েক দফায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষের পর পরিস্থিতি এখন থমথমে। শ্রমিকরা গাবতলী টার্মিনালে অবস্থান নিলেও কিছুটা শিথিল অবস্থায় রয়েছেন। অন্যদিকে পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীও নতুন করে কোনও অভিযান চালাচ্ছে না। এরপরও শ্রমিকদের দিকে পুলিশ বা র‌্যাবকে এগিয়ে যেতে দেখলেই বিক্ষুব্ধ হয়ে উঠছেন শ্রমিকরা।

পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর শ্রমিকরা এখন অবস্থান করছেন গাবতলীর আন্তঃজেলা বাস টার্মিনালকে ঘিরে। অন্যদিকে গাবতলীর শেষ মাথায় পর্বত সিনেমা হলের আশপাশ ও মাজার রোডকে ঘিরে অবস্থান করছে পুলিশ-র‌্যাব। মাঝখানে শ্রমিকদের রেখে দুই পাশেই এখন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান।

এমন অবস্থান থেকে পুলিশ বা র‌্যাব গাবতলী টার্মিনালের দিকে যেতে চাইলেই ক্ষেপে উঠছেন শ্রমিকরা। তারা ইট-পাটকেল ছুড়ে মারছেন আইনশৃঙ্খলা বাহিনীর দিকে। এছাড়া, শিথিলতা এলেও মাঝে মাঝেই রাস্তায় খণ্ড খণ্ড আগুন জ্বালাচ্ছেন শ্রমিকরা। তাদের কেউ কেউ বাসায় ফেরার উদ্যোগ নিচ্ছেন।

এর আগে রাত ৯টার দিকে গাবতলী বাস টার্মিনালের পাশের একটি পুলিশ বক্সকে ঘিরে বিক্ষোভ শুরু করেন পরিবহন শ্রমিকরা। কিছুক্ষণ পর সেটিতে আগুন ধরিয়ে দেয় তারা। গাবতলী টার্মিনাল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারী শ্রমিকদের ওপর পুলিশ ফাঁকা গুলি, টিয়ার শেল ছোড়ে। রাত একটার পর পুলিশের সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। তবে র‌্যাবের সংখ্যা আগের মতোই আছে।

/এআরআর/সিএ/টিআর/এমএনএইচ/