শাহজালালে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, যাত্রী আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পায়ের তালুর নিচে লুকিয়ে স্বর্ণ চোরাচালানের সময় ১০টি স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। শুক্রবার সকালে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব স্বর্ণের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

স্বর্ণসহ আটক যাত্রীএ ঘটনায় মো. মহিউদ্দিন মিয়া (৪২) নামের মালয়েশিয়া ফেরত ওই যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ১ কেজি। শুল্ক গোয়েন্দা অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৭টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে (BS0314) এ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে মো. মহিউদ্দিন মিয়া। সে তার দুই পায়ের মোজার ভেতর পায়ের তালুতে বিশেষ কায়দায় থাকা স্বচ্ছ স্কচ টেপ দিয়ে এই স্বর্ণ লুকিয়ে রেখেছিলো।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়েছিলো। কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেহ তল্লাশি করে পায়ের তালুতে বিশেষ কায়দায় লুকানো স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। ৫০ হাজার টাকার বিনিময়ে আটক যাত্রী স্বর্ণ বহন করেছেন, বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

/এআরআর/এমও/