ড. ইউনূসসহ ১২ জনের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবিতে মামলা

ড. মুহাম্মদ ইউনূসগ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১২ জনের বিরুদ্ধে সাত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সাভারের মেসার্স তাজ এন্টারপ্রাইজের মালিক মো. বাহাদুর ইসলাম ইমতিয়াজ এই নালিশি মামলা দায়ের করেন।
আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১২ জনকে বিবাদী করে এ মামলা দায়ের করা হয়েছে। এতে বাদী পক্ষের আইনজীবী ছিলেন ফারুক আহমেদ।
আদালতের পেশকার মাহফুজুর জানান, দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন মামলাটি গ্রহণ করে আগামী ১২ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন বাদীর শুনানি গ্রহণ করে মামলার বিবাদীদের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।
মামলার আরজিতে বলা হয়, আশুলিয়া জিরাবোতে গ্রামীণ টেলিকম ট্রাস্ট্রের ১৬২ বিঘা জায়গার ওপর ‘ঘোষবাদ প্রকল্প’ এ বালি ভরাটের জন্য বাদীর প্রতিষ্ঠান মেসার্স তাজ এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি করেন বিবাদীরা। চুক্তি অনুযায়ী বাদীর প্রতিষ্ঠান ২০১৫ থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত ৪ কিলোমিটার এলাকা জুড়ে ৫ কোটি টাকার বালি ভরাট করেন। যার মধ্যে মাত্র ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা পরিশোধ করেন বিবাদীরা।

পরবর্তীতে বাদী ৪ কোটি ১৬ লাখ ২৯ হাজার টাকার বিল বিবাদীদের কাছে জমা দিলেও তারা টাকা পরিশোধে অনীহা প্রকাশ করেন। এসময় তিনি প্রকল্পে বালু ভরাট বন্ধ করে দেন। পাশাপাশি টাকা পরিশোধের জন্য আইনজীবীর মাধ্যমে বিবাদীদের প্রতি লিগ্যাল নোটিশও দেন। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। মামলার আরজিতে পাওনা টাকার সঙ্গে ২ কোটি ক্ষতিপূরণও দাবি করেছেন বাদী।

/এসআইটি/এমও/