রানা প্লাজা ধস: রানার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৮ মে

 

আইন-আদালতদুর্নীতির আশ্রয় নিয়ে রানা প্লাজা নির্মাণের অভিযোগে দায়ের করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৮ মে দিন  নির্ধারণ করেছেন আদালত। বুধবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ দিন ধার্য করেন। রানার আইনজীবী ফারুক আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী ফারুক আহমেদ বলেন, ‘রানাসহ ১৮ জন আসামির এ মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে শুনানি হয়। এরপর আদালত ৮ মে দিন ধার্য করেন।’ তিনি আরও বলেন, ‘কারাগারে থাকা সোহেল রানাকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়া আদালতে উপস্থিত ছিলেন রানার বাবা আব্দুল খালেক ও মা মর্জিনা বেগমসহ বাকি আসামিরা।’

মামলার অভিযোগে বলা হয়, ছয় তলার অনুমোদন থাকলেও দুর্নীতির আশ্রয় নিয়ে রানা প্লাজার দশ তলা পর্যন্ত নির্মাণের অনুমোদন নিয়ে নয়তলা পর্যন্ত নির্মাণ করা হয়।

ভবন ধসের পর দুদকের উপ-পরিচালক এসএম মফিদুল ইসলাম ২০১৪ সালের ১৫ জুন শাহবাগ থানায় সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর ২০১৫ সালের ১৬ জুলাই আদালতে এ মামলার চার্জশিট দাখিল করা হয়।

নির্মাণ ত্রুটির কারণে ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজায় ভয়াবহ ধসের ঘটনা ঘটে। এতে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়। ভারতে পালিয়ে যাওয়ার সময় ওই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

/এসআইটি/এমএ/এমএনএইচ/