গাড়িচালক জাহাঙ্গীর হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

আদালতসিভিল এভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালকের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। পরে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২১মে দিন ধার্য করেছেন ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী রফিউল আলম।
রবিবার এই মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের সাক্ষ্যগ্রহন শেষে নতুন দিন ধার্য করেন আদালত। বাংলা ট্রিবিউনকে এসব নিশ্চিত করেন আদালতের সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশুলি মো. মাহবুব আলম। তিনি আরও জানান, এই মামলায় রাষ্ট্রপক্ষের ২৪ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়।
মামলায় বলা হয়, ২০১১ সালের ১৩ আগস্ট বিমানবন্দর থানার কাওলার সিভিল এভিয়েশনের স্টাফ কোয়ার্টারের নিজ বাসায় খুন হন জাহাঙ্গীর। তিনি পেশায় ড্রাইভার ছিলেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আব্দুল লতিফ বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এজাহারে কোনও আসামির নাম ছিল না।
তদন্তে স্ত্রী মুক্তা জাহান, তার পরকীয়া প্রেমিক জসিম ও মাহবুবুর রহমান নামের এক আসামি জড়িত থাকার অপরাধে বিমানবন্দর থানার এসআই আবু বকর সিদ্দিক তাদের গ্রেফতার করেন। পরে ২০১৩ সালের ২৬ জানুয়ারি তদন্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান অভিযোগপত্র দাখিল করেন।

এ ঘটনায় আসামি মুক্তা জাহানের মেয়ে অ্যামি জাহান ও ছেলে মাশরাফি রাব্বানী আদালতে মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দেন।

/এসআইটি/এমও/