তিতাসের এমডিকে মঙ্গলবার কার্যালয়ে ডেকেছে দুদক

দুদকদুর্নীতির অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর মশিউর রহমানকে ডেকে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন দুদক কর্মকর্তারা।
দুদক সূত্রে জানা গেছে, বিভিন্ন কলকারখানায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তিতাসের এমডিসহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২৩ মার্চ এক সভায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
জানা গেছে, বিভিন্ন কলকারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ, মিটার টেম্পারিংসহ নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে তিতাসের এমডিসহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। তারা ক্ষমতার অপব্যবহার করে পারস্পরিক যোগসাজশের মাধ্যমে প্রচুর অর্থ আত্মসাৎ করেছেন। এমডিসহ তিতাসের কর্মকর্তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আমলে নিয়েছে দুদক এবং অভিযোগগুলো অনুসন্ধানের জন্য ঐ সভায় অনুমতি দেওয়া হয়।
/আরজে/টিএন/আপ-এআর/