সাভারে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ, গ্রেফতার ৪

সাভারে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সাভারের আশুলিয়া এলাকা থেকে র‌্যাব-৪ এর সদস্যরা তাদের গ্রেফতার করে।

গণধর্ষণের অভিযোগে তিনজন গ্রেফতারগ্রেফতারকৃতরা হচ্ছে- রিপন মাহমুদ (২৯), মো. খোকন (৩০) ও মো. ঝন্টু মিয়া (৩২)। একই সঙ্গে তাদের কাছ থেকে ধর্ষণ ঘটনার ভিডিও ধারণ করা মোবাইল সেটও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২৫ মে) বিকাল সাড়ে ৪টায় গণধর্ষণের শিকার এক গার্মেন্টস কর্মী র‌্যাব-৪ এর সাভারের নবীনগর ক্যাম্পে উপস্থিত হয়ে অভিযোগ করেন যে, কিছুক্ষণ আগে তিনি গণধর্ষণের শিকার হয়েছেন।

ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী র‌্যাব কর্মকর্তাদের জানান, বৃহস্পতিবার ভোর ৫টায় তার ভাড়া বাসা থেকে নিজ বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে যাওয়ার উদ্দেশে বের হন। এ সময় আসামিরা তাকে জোর করে একটি অটোরিক্সাতে করে ধামরাইয়ের ধুলিভিটা কাঁচা বাজারের কাছে স্নোটেড গার্মেন্টেসের পাশের একটি টিনসেড ঘরে নিয়ে গণধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে।

ভিকটিমকে তারা হুমকি দেয় যে, যদি তিনি ধর্ষণের ঘটনা কারও কাছে প্রকাশ করেন এবং ২০ হাজার টাকা না দেন ধর্ষণের ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এসময় ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী টাকা জোগাড়ের সময় চেয়ে কৌশলে সেখান থেকে বেরিয়ে এসে র‌্যাবের নবীনগর ক্যাম্পে উপস্থিত হয়ে বিষয়টি জানান।

এরপর, র‌্যাবের একটি দল দ্রুত ঘটনাস্থল ও এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ধর্ষকদের গ্রেফতার করে।

/জেইউ/এমও/