সাভারে ‘জঙ্গি আস্তানা’য় সিটিটিসির অভিযান

সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

জঙ্গি আস্তানা সন্দেহে সাভারের গেন্ডা এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শুক্রবার সন্ধ্যার পর অভিযান শুরু হয়েছে। তবে ভেতরে কতজন ‘জঙ্গি’ বা কী পরিমাণ বিস্ফোরক রয়েছে, তা জানা যায়নি। সিটিটিসির উপ-কমিশনার মহিবুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মহিবুল ইসলাম খান বলেন, ‘সন্দেহভাজন একটি বাড়িতে সিটিটিসি অভিযান চালাচ্ছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি তথ্য নেই।’ 

সাভার সদর থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, ‘ভবনটির নিচতলায় সন্দেহভাজন জঙ্গিরা রয়েছে। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।’

এদিকে ঢাকা জেলার (দক্ষিণ) অতিরিক্ত পুলিশ সুপার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সিটিটিসির অভিযানে সহযোগিতা করছি। তাদের প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দিচ্ছি।’ সিটিটিসির তথ্য অনুযায়ী এই অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।

/আরজে/এআরআর/এমএ/এমএনএইচ/