জনতা ব্যাংকে নিয়োগের ফল প্রকাশে নিষেধাজ্ঞা বহাল

 

জনতা ব্যাংকজনতা ব্যাংকের কর্মকর্তা পদে নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছেন চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিনের পক্ষে করা আবেদনটি সোমবার তালিকা থেকে বাদ দিয়েছেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রিট আবেদনকারীদের আইনজীবী আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

গত ২২ মে হাইকোর্টের একটি বেঞ্চ রুলসহ জনতা ব্যাংকের কর্মকর্তা পদে নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশে নিষেধাজ্ঞার আদেশ দেন। আদালতে সমাজবিজ্ঞান অনুষদের ডিনের পক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। রিটকারীর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘‘জনতা ব্যাংকের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে কিছু শিক্ষার্থী গত সপ্তাহে একটি রিট মামলা করে পরীক্ষার রেজাল্ট প্রকাশের ওপর নিষেধাজ্ঞার আদেশ পান। সেই আদেশের বিরুদ্ধে ঢাবি'র সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আপিল দায়ের করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালতে। আজ সেই আপিলের শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন। স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ‘নো অর্ডার’ দিয়ে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন।’’

/ইউআই/এমএনএইচ/