X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা

নুরুজ্জামান লাবু
০৬ মে ২০২৪, ২১:২৩আপডেট : ০৬ মে ২০২৪, ২১:৪৪

বছরের পর বছর ধরে তদন্তাধীন অবস্থায় পড়ে আছে অনেক রাজনৈতিক মামলা। সম্প্রতি সহিংসতা ও পুলিশ হত্যার মামলাগুলো তদন্তের শেষ পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেকোনও সিদ্ধান্ত দেওয়ার সঙ্গে সঙ্গে তা নিষ্পত্তি করা যায়। কিন্তু দুই বছরের ঊর্ধ্বে তদন্তাধীন অরাজনৈতিক মামলাগুলো এক মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান।

সম্প্রতি ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আগামী মাসের (জুন) মাসিক অপরাধ পর্যালোচনা সভার আগেই সব মামলার তদন্ত শেষ করতে হবে।

ডিএমপি সূত্র জানায়, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট ৮ হাজার ১৯৯টি মামলা তদন্তাধীন ছিল। ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা ছিল ৮ হাজার ৩৭৪টি। ফেব্রুয়ারির তুলনায় মার্চ  মাসে ১৭৫টি মুলতবি মামলা কমেছে।

ডিএমপি সূত্র বলছে, রাজধানীর আটটি অপরাধ বিভাগে দুই বছরের ঊর্ধ্বে মোট ১৪৩টি মামলা মুলতবি বা তদন্তাধীন রয়েছে। এর মধ্যে বেশিরভাগই রাজনৈতিক মামলা। ২৪টি অরাজনৈতিক মামলার তদন্ত দুই বছর ধরে ঝুলে আছে। এগুলো হলো— রমনা অপরাধ বিভাগে দুটি, মতিঝিল বিভাগে দুটি, তেজগাঁও বিভাগে তিনটি, মিরপুর বিভাগে দুটি, গুলশান বিভাগে ১৩টি, নারী সহায়তা ও তদন্ত কেন্দ্রের দুটি মামলা তদন্তাধীন রয়েছে। এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবিতে মোট ৬২টি মামলা দুই বছরের বেশি সময় ধরে তদন্তাধীন রয়েছে। এর মধ্যে ২১টি অরাজনৈতিক মামলা। এই ২১টির মধ্যে ডিবি রমনা বিভাগে চারটি, ডিবি লালবাগ বিভাগে দুটি, ডিবি ওয়ারী বিভাগে তিনটি, ডিবি মতিঝিল বিভাগে তিনটি, ডিবি তেজগাঁও বিভাগে দুটি, ডিবি গুলশান বিভাগে দুটি, ডিবি উত্তরা বিভাগে তিনটি এবং ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে দুটি।

ডিএমপি সূত্র জানায়, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসিতে দুই বছরের ঊর্ধ্বে মোট ২৭টি মামলা মুলতবি রয়েছে। এর মধ্যে ২৬টি মামলাই অরাজনৈতিক। সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের কাছে সাতটি, সিটি কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে সাতটি, ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে ৯টি, সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে তিনটি মামলা দুই বছরের বেশি সময় ধরে তদন্ত পর্যায়ে ঝুলে আছে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আদালতের স্থগিতাদেশ দেওয়া মামলাগুলো ছাড়া দুই বছরের ঊর্ধ্বে থাকা মুলতবি মামলাগুলো এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে।

১৫ দিনের মধ্যে অপমৃত্যুর মামলা নিষ্পত্তির নির্দেশ

ডিএমপি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট ৫৫৪টি অপমৃত্যু মামলা মুলতবি বা তদন্তাধীন রয়েছে। সব অপমৃত্যু মামলা ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব অপমৃত্যুর ঘটনা ময়নাতদন্ত রিপোর্ট বা অন্যান্য ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষমাণ আছে, সেসব মামলার ক্ষেত্রে প্রতি সপ্তাহেই হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। প্রয়োজনে তাগিদপত্রের অনুলিপি স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, তদন্ত কর্মকর্তারা আলসেমি বা অন্যান্য কারণে অনেক মামলাই মাসের পর মাস ফেলে রাখেন। এতে মামলা জট বেড়ে যায়। ডিএমপি কমিশনার মামলার জট কমাতে এই উদ্যোগ নিয়েছেন। দুই বছরের ঊর্ধ্বে তদন্তাধীন সব মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট বা চূড়ান্ত রিপোর্ট দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। এতে বিচারপ্রার্থীদের দ্রুততম সময়ে বিচার পাওয়ার সুযোগ তৈরি হবে। মামলা তদন্তেই যদি বছর পার হয়ে যায়—তাহলে ন্যায়বিচার পাওয়া থেকে বাদী বা বিবাদী উভয়ই ক্ষতিগ্রস্ত হন।

তবে কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন কর্মকর্তা জানান, জঙ্গি সংক্রান্ত অপরাধের ঘটনায় দায়ের হওয়া মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হলে সঠিকভাবে অপরাধের উৎস উদ্ঘাটন করা সম্ভব হবে না। কারণ, সাধারণ অপরাধের চেয়ে জঙ্গিবাদের ঘটনাগুলো ভিন্ন। জঙ্গিবাদের মামলা তদন্ত করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পেঁয়াজ চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতন
ধর্ষণের অভিযোগে গ্রেফতার জুজুৎসুর নিউটন
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
সর্বশেষ খবর
খারকিভে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
খারকিভে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি
উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ না নিতে এমপিকে রিটার্নিং কর্মকর্তার চিঠি
উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ না নিতে এমপিকে রিটার্নিং কর্মকর্তার চিঠি
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক