‘জঙ্গি মাহফুজ জেএমবির ভারতীয় শাখার আমির ছিল’

 

হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী ও উত্তরাঞ্চলীয় জেএমবির কমান্ডার সোহেল মাহফুজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গ্রেফতার হওয়া উত্তরাঞ্চলীয় জেএমবির কমান্ডার সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ গুলশান হামলায় পলাতক চার জঙ্গির একজন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশের পাশাপাশি সে ভারতেও মোস্ট ওয়ান্টেড। ২০১৪ সালে বর্ধমানের খাগড়া গড় বিস্ফোরণের পর ভারতীয় সরকার তাকে ধরতে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করে। সে ২০০৬ সালে ভারতে পালিয়ে যায়। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সে জেএমবির ভারতীয় শাখার আমির ছিল।’ শনিবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, ‘সোহেল মাহফুজ ২০১৪ সালের ডিসেম্বরে সে ফের বাংলাদেশে প্রবেশ করে। এরপর সে পুরনো জেএমবি ছেড়ে নব্য জেএমবিতে যোগ দেয়।’ তিনি বলেন, ‘গত বছর হলি আর্টিজান বেকারিতে হামলা পরিকল্পনার সময় সে উপস্থিত ছিল, হামলার আগে সে অস্ত্র ও গ্রেনেড নিয়ে আসে।’ হলি আর্টিজান হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ সোহেল মাহফুজকে ১০ দিনের রিমান্ডে নেওয়ায় আবেদন করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার (৭জুলাই) রাত তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পরিকল্পনাকারী ও উত্তরাঞ্চলীয় জেএমবির কমান্ডার সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজসহ নব্য জেএমবির চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাকি তিন সদস্য হলো নব্য জেএমবির আইটি স্পেশালিস্ট হাফিজুর রহমান হাফিজ, অস্ত্র সরবরাহকারী জুয়েল এবং রাজশাহী, চাঁপাই ও নাটোরের কো-অর্ডিনেটর জামাল।

প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে  জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২০ নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ থেকে হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী মাহফুজসহ গ্রেফতার ৪

/এনএল/এমএ/ এমএনএইচ/