পঙ্গু হাসপাতালের দালাল চক্রের ১৮ জনকে কারাদণ্ড

 

দণ্ডপ্রাপ্ত দালাল চক্রের সদস্যরানানা কৌশলে রোগীদের প্রতারিত করার অভিযোগে রাজধানীর পঙ্গু হাসপাতাল এলাকা থেকে দালাল চক্রের ১৮ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৩ জুলাই) দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পঙ্গু হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এই ১৮ জনকে আটক করেন র‌্যাব-২-এর সদস্যরা। পরে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বলে জানিয়েছে র‌্যাবের মিডিয়া উইং।

বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা হচ্ছে মো. হাবিব (৩৩), নুরুল আমিন (২৯), মো. মুজিবুর রহমান (৪০), মো. জনি (২৪), সোহেল রানা (২৫) ও সিরাজুল ইসলাম (২৪)। তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. দুলাল (৬০), মো. সানাউল হক (৩৩) ও মানিক মিয়া (৩৮)-কে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। সজল মীরকে (১৮) ১০ দিনের কারাদণ্ড, মো. আহসান উল্লাহ (৪৮), মো. শাওন মৃধা (২৩), হামিদা বেগম (২৯), মোসাম্মৎ হাসনা (২৬), সুফিয়া বেগম (৩২) ও সাবিনা বেগমকে (৩০) সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। মোসাম্মৎ শাহানাকে দেওয়া হয় ২০ দিনের কারাদণ্ড। সাহেরা বেগমকে (৬০) ৩ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

/জেইউ/এমএনএইচ/