জুতা ফ্যাক্টরির কর্মচারী হত্যা মামলায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

আদালতগুলিস্তান সিদ্দিক বাজারের জুতা ফ্যাক্টরির কর্মচারী মো. আলমগীর হোসেনকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলো হাসান ওরফে কালু, মনির হোসেন ও মো. জনি মিয়া। বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। পরিবেশ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

বেঞ্চ সহকারী জানান, রায় ঘোষণার সময় আসামি মো. জনি মিয়া এজলাশে উপস্থিত ছিল। হাসান ও মনির হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক।  তিনি আরও জানান, দণ্ডবিধির ৩০২ ও ৩৯২ ধারায় তিন আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা করে জরিমানা করার আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া দণ্ডবিধির ৩৪১ ধারায় তাদের দশ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।  

উল্লেখ্য, ২০০৯ সালের ১৩ আগস্ট ফ্যাক্টরির কাজ শেষে রাত সাড়ে তিনটার দিকে ভাগ্নের সঙ্গে বাসায় ফিরছিলেন আলমগীর হোসেন। এ সময় শ্যামপুর হাইস্কুল শহীদ মোল্লা বাড়ির পাশে তাদের গতিরোধ করে ছিনতাইকারীরা। কিন্তু সঙ্গে থাকা ২০০ টাকা দিতে রাজি না হওয়ায় তারা আলমগীর হোসেনকে গলা কেটে হত্যা করে। 

এ ঘটনায় আলমগীরের স্ত্রী লায়লা আক্তার কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করে কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন।  পুলিশ এই তিনজনকে আটক করে। পরবর্তী সময়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামিরা।

২০০৯ সালের ২২ নভেম্বর কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মনসুর রহমান আদালতে মামলার অভিযোগপত্র দায়ের করেন। ২০১০ সালের ২৯ এপ্রিল আদালত অভিযোগ গঠন করেন। ১৯ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য নিয়েছে আদালত।

এসআইটি/এএইচ/ এমএনএইচ/