ডিবির এসি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শ্যামপুর থানায় মামলা

রাহুল পাটোয়ারীরাজধানীর শ্যামপুরে ডিবির এসি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রবিবার (১৩ আগস্ট) বিকালে মামলা হয়েছে। শ্যামপুর থানায় দায়ের করা এই মামলার নম্বর ১৭। এতে আসামি হিসেবে অস্ত্র ব্যবসায়ী রনি ওরফে পেটকাটা রনি এবং শান্ত ছাড়াও অজ্ঞাত ৩-৪ জনের নাম উল্লেখ রয়েছে। বাদী হয়ে এই মামলা করেছেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম।
শ্যামপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার ফজলুর রহমান খবরটি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসব আসামির বিরুদ্ধে শ্যামপুর থানায় আরও মামলা রয়েছে।’
রাজধানীর জুরাইনে অস্ত্র উদ্ধার করতে গিয়ে গত ১২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গুলিবিদ্ধ হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) রাহুল পাটোয়ারী।
একই ঘটনায় গুলিতে আহত হন এসির সোর্স বিল্লাল হোসেন মৃদুল ও সেলিম নামের এক পথচারী। ঘটনাটি ঘটে জুরাইনের পোস্তগোলার নিউ সার্কুলার রোডের নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনে।
/আরজে/জেএইচ/

আরও পড়ুন-
অস্ত্র উদ্ধারে গিয়ে যেভাবে গুলিবিদ্ধ হন পুলিশের এসি