অবশেষে অনুমোদন পেলো পুলিশের ‘এন্টি টেরোরিজম ইউনিট’

 

বাংলাদেশ পুলিশঅবশেষে অনুমোদন পেলো পুলিশের নতুন ইউনিট ‘এন্টি টেরোরিজম ইউনিট’। এই ইউনিটের প্রধান হবেন একজন অতিরিক্ত আইজিপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩-এর সিনিয়র সহকারী সচিব মো. কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদফতরের আওতাধীন বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে এন্টি টেরোরিজম ইউনিট গঠন, এর কার্যক্রম পরিচালনার জন্য ৫৮১টি পদের মধ্যে ৩১টি ক্যাডার পদ স্থায়ীভাবে, ৫৫০টি পদ অস্থায়ীভাবে সৃষ্টি ও ৪১টি যানবাহন যুক্ত করা হয়। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন অনুবিভাগেরও সম্মতি ছাড়াও প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন রয়েছে।

এ ইউনিটের পদগুলোর মধ্যে রয়েছে, অতিরিক্ত আইজিপি একজন (যিনি ইউনিট প্রধান হবেন), ডিআইজি একজন, অতিরিক্ত ডিআইজি দুই জন, পুলিশ সুপার পাঁচ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১০ জন, সহকারী পুলিশ সুপার ১২ জন, ইনস্পেক্টর ৭৫ জন, সশস্ত্র ও নিরস্ত্র এসআই ১২৫ জন, সশস্ত্র ও নিরস্ত্র এএসআই ১৪০ জন, কনস্টেবল ২০০জন, সিস্টেম এনালিস্ট একজন, অ্যাসিসট্যান্ট মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার একজন, সহকারী প্রোগ্রামার একজন, অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দু’জন, বাবুর্চি দু’জন, পরিচ্ছন্নতা কর্মী তিনজন।

যানবাহনের মধ্যে জিপ ১৬টি, সোয়াট ভ্যান দু’টি, ডাবল কেবিন পিকআপ আটটি, অ্যাম্বুলেন্স একটি, পাঁচ কিংবা তিনটনের ট্রাক একটি, আর্মড পারসোনাল ক্যারিয়ার (এপিসি) একটি, প্রিজন ভ্যান একটি, ওয়াটার ট্রেইলার একটি ও মোটর সাইকেল ১০টি।