২৫ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারসুপ্রিম কোর্টের আরও ২৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার কার্যালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এ নিয়ে সর্বোচ্চ আদালতে সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়ালো ১২১। বর্তমানে একজন অ্যাটর্নি জেনারেল, দু’জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ৪৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রয়েছেন।

বৃহস্পতিবার সলিসিটার (দায়িত্বপ্রাপ্ত) রঞ্জন কুমার সাহা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দ্য বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার ১৯৭২–এর ৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্টের ২৫ জন আইনজীবীকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো।