ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচি সাত দিনের জন্য স্থগিত

বৈঠক শেষে কর্তৃপক্ষের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের নেতারাঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ডাকা কর্মসূচি সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে ইন্টার্ন চিকিৎসক পরিষদ এ তথ্য জানিয়েছে।

এর আগে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে হাসপাতাল, কলেজ, বিএমএ ও শিক্ষক সমিতি কর্তৃপক্ষের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক হয়। এখানে দাবি পূরণের আশ্বাস পেয়ে শিক্ষানবীশ চিকিৎসকরা কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘আমাদের দাবি সাত দিনের মধ্যে পূরণ করা হবে, কর্তৃপক্ষের এমন আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছি আমরা। আমাদের আশা, কর্তৃপক্ষ সব পূরণ করবে। তা না হলে নতুন কী কর্মসূচি দেবো তা পরবর্তীতে জানানো হবে।’

বৈঠকে ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম নাছিরউদ্দিন, কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ইউসুফ ফকিরসহ বিভিন্ন কর্মকর্তা ও চিকিৎসকরা।