কেরানীগঞ্জে মাদকসেবীদের ছুরিকাঘাতে প্রবাসী খুন

ছুরিকাঘাতকেরানীগঞ্জে মাদকসেবীদের ছুরিকাঘাতে সালাউদ্দীন নামে এক ওমান প্রবাসী খুন হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সালাউদ্দীন কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া গ্রামের ফালানের ছেলে। তিনি ছুটিতে দেশে এসেছিলেন।
সালাউদ্দীনের ছোট ভাই আলাউদ্দীন বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী হোগলাগাতি গ্রামের আরিফ, মিজান, ইসানুর ও মরতু নামে কয়েকজন তার বড় ভাই সালাউদ্দীনকে বাসার থেকে ডেকে নিয়ে যায়। এরপর আরিফ বাসার সামনেই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার ভাইয়ের চিৎকারে স্বজনারা ও আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রবিবার সকাল পৌনে ৮টার দিকে তার ভাই মারা যান।
আলাউদ্দীন আরও জানান, পার্শ্ববর্তী গ্রামের আরিফসহ বখাটেরা তাদের বাড়ির আঙিনার সামনে এসে মাদক সেবন করতো। এর প্রতিবাদ করে আরিফক চর মেরেছিল তার বড় ভাই সালাউদ্দীন। তারই জের ধরে এই ঘটনা ঘটেছে বলে দাবি ভাই আলাউদ্দীনের।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. বাবুল মিয়া জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।