কেউই আইনের ঊর্ধ্বে নয়: ডিএমপি কমিশনার





ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া (ফাইল ছবি)দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনও চিহ্ন রাখা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। ডিএমপি কমিশনার বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়, অপরাধের সঙ্গে কোনও পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গি ও মাদকরোধে পুলিশ সতর্ক রয়েছে।’

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আজিমপুর সরকারি গার্লস স্কুলে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘দুই সাংবাদিককে ডিআইজি মিজানের হুমকি দেওয়ার অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’