মোহাম্মদপুরে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

গ্রেফতাররাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-২ এর একটি দল মোহাম্মদপুরের গজনবী রোড ও কলেজ গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে। র‌্যাব-২ এর এএসপি ফিরোজ কাউসার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- রুবেল (১৯), রবিন (১৮), রাকিব (১৮), রনি (১৮) ও শ্রাবণ (১৯)। তাদের কাছ থেকে ৪টি চাকু, একটি অ্যান্টিকাটার ব্লেড ও নগদ ২ হাজার ২৯২ টাকা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-২ এর কর্মকর্তারা জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনার কয়েকটি অভিযোগের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি বিশেষ গোয়েন্দা টিম ছায়া তদন্তে নামে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার গজনবী রোড ও কলেজ গেইট এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। তারা বিশেষ করে সকালে ও রাতের বেলা রিকশাযাত্রী বা পথচারীকে টার্গেট করে ছিনতাই করতো।