বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে তিন জনকে ৯ মাসের কারাদণ্ড

বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রেতাদের ধরেছে র‌্যাব-১০-এর ভ্রাম্যমাণ আদালত (ছবি: ফোকাস বাংলা)কেনাবেচা নিষিদ্ধ এমন বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে তিন জনকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাব-১০-এর ভ্রাম্যমাণ আদালত। তারা হলো দীপক নন্দী, পনির চন্দ্র দাস ও ময়না রানি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর শাঁখারিবাজারে এক অভিযান চালায় র‌্যাব।
এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী মাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি জানান, ১২ থেকে ১৪ জনের একটি চক্র বেশ কিছুদিন ধরে মুন্সীগঞ্জ ও নরসিংদী থেকে এসব কচ্ছপ শিকার করে শাঁখারিবাজারে বিক্রি করে আসছিল। আজ অভিযান চালিয়ে তাদের আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে পনির চন্দ্রকে আগে একই অপরাধে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল বলে জানান বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক। তিনি বলেন, ‘চার মাস জেলে থাকার পর জামিন নিয়ে বেরিয়ে এসেছে সে। কিন্তু এখন আবার একই অপরাধে ধরা পড়লো।’

বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা কচ্ছপগুলো বিপন্ন প্রজাতির। এগুলোকে জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।