স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী কারাগারে





শফিউল বারী (ছবি: সংগৃহীত)

শাহবাগ থানার নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ মার্চ) ঢাকা মহানগর হাকিম মো. রায়হান উল ইসলাম তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার শফিউল বারীকে ৭ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদণ্ডকারী কর্মকর্তা অমল কৃষ্ণ দে।
আদালতে শাহবাগ থানার সাধরণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান এ তথ্য জানান।
মামলার অভিযোগে বলা হয়েছে, ৬ মার্চ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সচিবালয়ের ৫ নং গেটের সামনে ভাঙচুরমূলক কর্মকাণ্ড করা হয়। এতে পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। এই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর অভিযোগে শফিউল বারীকে গ্রেফতার করে পুলিশ।