উড়োজাহাজের টয়লেট থেকে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

উড়োজাহাজের টয়লেট থেকে উদ্ধার করা সোনার বারহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের টয়লেট থেকে ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। এই সংস্থার সহকারী কমিশনার সাইদুল ইসলাম খবরটি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৮টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২৪৮ ফ্লাইট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসে উড়োজাহাজটি।

সাইদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজের অভ্যন্তরে তল্লাশি চালায় কাস্টম হাউসের একটি দল। তখন পরিত্যক্ত অবস্থায় টয়লেট থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেন তারা।

উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬৪ লাখ টাকা। এ ঘটনায় ‘শুল্ক আইন, ১৯৬৯’ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।