ফাঁকা ঢাকায় লক্কড়-ঝক্কড় গাড়ি খুঁজছে বিআরটিএ ও ডিএমপি

বিআরটিএ ও ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালতসরকারি ছুটি উপলক্ষে ফাঁকা ঢাকায় লক্কড়-ঝক্কড় গাড়ি ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের খুঁজছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২ মে) রাজধানীর মিরপুর ও মানিক মিয়া অ্যাভিনিউতে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দুটি সংস্থা।

সরকারি ছুটি থাকায় ঢাকার সড়ক প্রায় ফাঁকা, গণপরিবহনও নেই বললেই চলে। এরমধ্যে ফিটনেসবিহীন গাড়ি খুঁজছে বিআরটিএ ও ডিএমপি।

বিআরটিএ ও ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালতছুটির দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রসঙ্গে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি ছুটির দিনগুলোতে চালকরাও ছুটিতে থাকে। এ সময় তাদের সহকারীরা গাড়ি চালায়। তাদের ধরার জন্য আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’

বুধবার সকালে মিরপুর ১, ২ ও ১০ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এরপর মানিক মিয়া অ্যাভিনিউতে যায় বিআরটিএ ও ডিএমপি।

বিআরটিএ ও ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালততবে রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও ফিটনেসবিহীন গাড়ি দেখা যায়নি। এমনিতেই সরকারি ছুটি থাকায় সড়কে গাড়ির সংখ্যা কম। তবু চার জায়গায় মোট ২৪টি মামলা দিতে পেরেছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে রয়েছে লেগুনা, বাস, সিএনজি। এগুলোকে ৫৩ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ১০ চালককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ছিলেন ডিএমপি ট্রাফিকের (পশ্চিম) অতিরিক্ত উপ-কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান।