ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় এটিএম বুথ থেকে নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

লাশ উদ্ধারঢাকা ক্যান্টনমেন্টের পোস্ট অফিস এলাকায় বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথ থেকে এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ মে) সকালে ক্যান্টনমেন্ট থানা পুলিশ খবর পেয়ে বুথ থেকে লাশ উদ্ধার করে। তবে বুথ থেকে টাকা লুটের বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এটিএম বুথের ভেতরে নিরাপত্তা কর্মীর মরদেহ পড়ে ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’

ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার (এসি) তাপস কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি, তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।’ ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন কাজ করছে বলেও জানান তিনি।

বিষয়টি ইবিএল ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছে পুলিশ। তারাও ঘটনাস্থলে রয়েছে।

২০১৫ সালের জুনে ইবিএল’র এই এটিএম বুথটি চালু হয়।রজনীগন্ধা সুপার মার্কেটেও ইবিএল’র আরেকটি বুথ রয়েছে।