বাসচাপায় রোজিনার পা হারানো মামলার তদন্ত প্রতিবেদন ২৮ জুন



রাজধানীর বনানীতে বাসচাপায় রোজিনা আক্তারের পা হারানোর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৮ জুন দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২২ মে) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা (বনানী থানা পুলিশের উপ-পরিদর্শক) মিজানুর রহমান তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা নতুন তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ির সামনে বিআরটিসির ঢাকা মেট্রো ব ১১-৫৭৩৩ বাসটি রোজিনা আক্তারকে ধাক্কা দেয়। এ সময় রোজিনা পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ঘটনায় গাজী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আহমেদ বনানী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
রোজিনা গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইসতিয়াক রেজার গৃহকর্মী ছিলেন।