গুলশানের সিসা বার সিলগালা, ৮ লাখ টাকা জরিমানা

ফাইল ফটোরাজধানীর গুলশানের ‘দ্য মিরাজ’ নামে একটি রেস্টুরেন্ট ও সিসা বারে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ট্রেড লাইসেন্স ছাড়া সিসা বার পরিচালনার জন্য রেস্টুরেন্টটি সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যবহৃত তেল ব্যবহার করে অস্বাস্থ্যকর খাবার তৈরির প্রমাণ পাওয়ায় কর্তৃপক্ষকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৭ মে) রাত ৯টার দিকে এই অভিযান চালানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, রবিবার রাত ৯টায় গুলশানের ৩ নম্বর সড়কের ৯/এ বাসার দ্য মিরাজ নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালায় পুলিশ। গুলশান থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এই অভিযানের নেতৃত্ব দেন। রেস্টুরেন্টটি অনেক দিন থেকেই অনুমোদন ছাড়া সিসা বার চালিয়ে আসছিল। ভ্রাম্যমাণ আদালত রেস্টুরেন্টের কিচেনে গিয়ে ব্যবহৃত তেল দিয়ে খাবার উৎপাদন করারও প্রমাণ পায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের অভিযোগে তাদের ৮ লাখ টাকা জরিমানার পাশাপাশি রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়।