খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকুমিল্লার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া ছয় মাসের জামিন আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ।

সোমবার (২৮ মে) দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করা হয়। আবেদনটির ওপর দুপুরে শুনানি হতে পারে বলেও জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

এর আগে সকালে কুমিল্লার নাশকতার দুই মামলায় ৬ মাসের জামিন পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর নড়াইলের মানহানি মামলার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত।

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আমি আজকে এই আদেশের বিরুদ্ধে আপিলে যাওয়ার চেষ্টা চালাচ্ছি। পিটিশন রেডি হয়ে গেছে। অন্যান্য ফরমালিটিজ শেষ হলে আজকেই এটা চেম্বারে (আপিল বিভাগের চেম্বার আদালত) মুভ (শুনানি) করবো।’

আরও পড়ুন:

‘জামিন আদেশের বিরুদ্ধে আপিলে যাবো’

 

কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়ার জামিন, নড়াইলের আবেদন খারিজ

খালেদা জিয়ার মুক্তিতে আইনগত বাধা নেই, দাবি আইনজীবীদের