ভাসানটেকে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধরাজধানীর ভাসানটেকের দেওয়ানপাড়া লোহার ব্রিজের কাছে র‌্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধে’ তিন  মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। র‌্যাব-৪ অধিনায়ক (সিও) চৌধুরী মঞ্জুরুল কবির বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলো বাপ্পি (৩৮), আতাউর রহমান আতা (৪০) ও মোস্তফা হাওলাদার (৪৫)। এদের মধ্যে আতা সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানায় র‌্যাব।

অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার পর বুধবার (৩০ মে) ভোর ৬টায় তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

র‌্যাব-৪ অধিনায়ক (সিও) চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, ‘আমরা জানতে পেরেছি কসাই মোস্তফার নামে ৭-৮টি মামলা রয়েছে। বাপ্পির নামে হত্যা মামলাসহ মাদকের মামলা রয়েছে। সে প্রতিদিন শ'খানেক ইয়াবা বিক্রি করতো। তবে নিহতদের বিষয়ে সার্বিক তথ্য খুঁজে বের করতে আমরা কাজ করছি।’

এর আগে রাতে ভাসানটেকে মাদকবিরোধী অভিযান শুরু করে র‌্যাব-৪ সদস্যরা। তখন মাদক ব্যবসায়ী ও র‌্যাব সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

আরও পড়ুন: 

ভাষানটেকে মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি



চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

 
 

‘বন্দুকযুদ্ধে’ নেত্রকোনার মাদক ব্যবসায়ী কক্সবাজারে নিহত

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নড়াইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত মাদক ব্যবসায়ী নিহত