কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ঈদে কয়েদিদের জন্য বিশেষ খাবার

singleকেরাণীগঞ্জের রাজেন্দ্রপুরে কেন্দ্রীয় কারাগারে ঈদ উপলক্ষে কয়েদিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। শনিবার (১৬ জুন) সকাল, দুপুর ও রাতে বিভিন্ন ক্যাটাগরির সব বন্দিদের খেতে দেওয়া হয়েছে এগুলো।
এদিন কারা অভ্যন্তরের পরিবেশ ছিল বেশ সুন্দর ও আনন্দমুখর। কয়েদিরা পরস্পর ঈদের কুশল বিনিময় করেছে। আবার অনেকেই ঈদ উপলক্ষে স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেও বেশ আনন্দিত ও উৎফুল্ল। কারা সূত্রে এসব তথ্য জানা যায়।

এই বিশাল কারাগারে রয়েছে প্রায় ৭-৮ হাজার কয়েদি। কারা সূত্রে আরও জানা যায়, সবার জন্য একসঙ্গে একই ধরনের বিশেষ খাবারের ব্যবস্থা করা একটু জটিল কাজ। তবু ঈদ উপলক্ষে চেষ্টার ত্রুটি ছিল না কারা কর্তৃপক্ষের। সকালবেলা বন্দিদের খেতে দেওয়া হয়েছে সেমাই, ফিরনি ও মুড়ি।

মধ্যাহ্নভোজের সময় কয়েদিদের জন্য ছিল মাছ ভাজা, আলুর দম ও সাদা ভাত। আর রাতে দেওয়া হচ্ছে পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, মিষ্টি ও পান।

জানা গেছে, কয়েদিরা সুশৃঙ্খলভাবে আনন্দঘন পরিবেশে সকাল ও দুপুরে ঈদের খাবারের স্বাদ নিয়েছে। রাতের খাবারের মেন্যু নিয়ে তারা বেশ খুশি। তবে তাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ ও কথা বলার কোনও সুযোগ পাওয়া যায়নি।