সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানি রবিবার পর্যন্ত মুলতবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ফটো)জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খালাস চেয়ে করা আপিলের শুনানি আগামী রবিবার (১৫ জুলাই) দুপুর ২টা পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলায় খালেদা জিয়ার জামিন ১৯ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। খালেদা জিয়ার আইনজীবীদের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১২ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী আব্দুর রেজাক খান। এসময় তিনি মামলার পেপারবুক থেকে এফআইআর অংশ পড়া শুরু করেন। এছাড়াও শুনানিতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে খালেদা জিয়ার আইনজীবীদের শুনানি ১৫ জুলাই পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। পাশাপাশি এ মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন আজ বৃহস্পতিবার (১২ জুলাই) শেষ হওয়ায় তা আগামী ১৯ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলসহ চারটি আবেদনের ওপর শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রেখেছিলেন হাইকোর্ট। এর প্রেক্ষিতে আজ খালেদা জিয়ার আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়।।

খালেদা জিয়া আপিল ছাড়াও এ মামলা শুনানির অপেক্ষায় থাকা আরও তিনটি আবেদন হলো- খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে করা দুদকের আবেদন (রিভিশন), একই মামলার ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি কাজী সলিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমদের করা পৃথক দুটি আপিল।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।