কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুকের জামিন নামঞ্জুর

ফারুক হাসাননাশকতার মামলায় আটক কোটা সংস্কার আন্দোলনের নেতা এবং সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৫ জুলাই) ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে শুনানি শেষে তিনি এ আদেশ দেন।

এর আগে শনিবার দুই দিনের রিমান্ড শেষে ফারুকসহ তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এদিকে, ফারুকের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী জাহিদুর রহমান।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল রাত ১টার দিকে সহস্রাধিক বিক্ষোভকারী ভিসির বাসভবনে প্রবেশ করেন। তারা মূল গেট ভেঙে এবং দেয়াল টপকে বাসায় ঢুকে পড়েন। রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ দিয়ে তারা ভিসির বাড়ির ভেতর তাণ্ডব চালায়। এছাড়া পুলিশের কাজে বাধা দেয়। রাস্তায় জনসংযোগ করে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের নামে উসকানিমূলক বিবৃতি দিয়ে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতিসাধন করে। এসব ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম বাদী হয়ে দুটি মামলা করেন।