কল্যাণপুরে জঙ্গি হামলা: তদন্ত প্রতিবেদন দাখিল ৪ সেপ্টেম্বর

কল্যাণপুরের জঙ্গি আস্তানারাজধানীর কল্যাণপুরে জঙ্গি হামলা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১৬ জুলাই ) ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালত এ দিন ধার্য করেন। 

আদালতের ভারপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহেরা বানু বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

সোমবার মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ (পরিদর্শক) মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন এ দিন ঠিক করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’এ রাতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ৯ জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

ওই ঘটনার দু’দিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। এই মামলায় ১০ জনকে আসামি করা হয়।