পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন কোটা সংস্কার আন্দোলনের নেতা সোহেল

কোটা সংস্কার আন্দোলনকোটা সংস্কার আন্দোলনের নেতা ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহেল ইসলামকে কারাগার থেকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয়  সেমিস্টারের ছাত্র। বুধবার (১৮ জুলাই) থেকে তার পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক গোলাম নবী। 

আদালতে সোহলের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদুল ইসলাম জাহিদ।

ভিসির বাড়িতে ভাঙচুর ও নাশকতা মামলায় গত ১১ জুলাই সোহেলকে গ্রেফতার করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।পরে ঢাকা মহানগর হাকিম আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত,গত ৮ এপ্রিল রাত ১টার দিকে সহস্রাধিক বিক্ষোভকারী ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে এবং দেয়াল টপকে বাসায় ঢুকে পড়ে। রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ দিয়ে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। পাশাপাশি পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়। রাস্তায় জনসংযোগ করে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায়। এছাড়া সরকারি চাকরিতে কোটা সংস্কারের নামে উসকানিমূলক বিবৃতিতে দিয়ে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি সাধন করে। ওই ঘটনায় শাহবাগ থানায়  (উপ-পরিদর্শক) রবিউল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।