ওয়ারীতে দুষ্কৃতকারীর গুলিতে যুবলীগ নেতাসহ আহত ৩

হাসপাতালে চিকিৎসাধীন যুবলীগের গুলিবিদ্ধ দুই নেতা, ছবি- সংগৃহীতরাজধানীর ওয়ারীতে দুষ্কৃতকারীর গুলিতে দুই যুবলীগ নেতাসহ ৩ আহত হয়েছেন। তারা হলেন, ৪১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো জুয়েল (৩২), একই ওয়ার্ডের ৩ নং ইউনিটের সভাপতি মো. রবিন (৩০) ও  যুবলীগকর্মী মো. কাজল। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শনিবার (১১ আগস্ট) রাত পৌনে ৯ টায় দিকে এ ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

মো. বাচ্চু মিয়া বলেন, মো. জুয়েলের বাম পায়ে মো. রবিনের ডান পায়ে ও  মো. কাজলের বাম উরুতে গুলি লেগেছে। আহত অবস্থায় এই তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তাদের বন্ধুরা।

এদিকে, আহত রবিন বলেন, ‘দক্ষিণ মুসনদি গোস্তের দোকানে বসে কয়েকজন মিলে কথা বলছিলাম। হঠাৎ মুখোশধারী একজন দুষ্কৃতকারী এসে কোনও কিছু বুঝে ওঠার আগেই গুলি চালায়। তারা ৫ জন ছিল। বাকিরা ফাঁকা গুলি করতে করতে চলে যায়।’ তবে কী কারণে, কারা গুলি চালিয়েছে, সে ব্যাপারে কিছুই বলতে পারেননি রবিন।
এদিকে, ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম মিয়া বলেন, ‘গোলাগুলির ঘটনা ঘেটেছে ওয়ারী থানার দক্ষিণ দক্ষিণ মুসনদি এলাকায়। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। দুষ্কৃতকারীদের পরিচয় পাওয়া যায়নি। আমরা তদন্ত করে দেখছি।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘গুলিবিদ্ধ তিনজনেরই চিকিৎসা চলছে ঢামেক হাসপাতালে।’