দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষনিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকালে পুলিশের ওপর হামলা এবং ভাঙচুরের দুটি মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার (১২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক প্রণব কুমার হুই এই আদেশ দেন।

ওই চার শিক্ষার্থী হলেন, মাসহাদ মুর্তজা আহাদ, আজিজুল করিম অন্তর,তরিকুল ইসলাম, রেদোয়ান আহম্মেদ।

আসামিপক্ষে জামিন শুনানি করেন আইনজীবী কবির হোসেন ও রোকেয়া করিম। আর রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট থানার নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করেন।

এর আগে গত ৯ আগস্ট ওই চার আসামিসহ ২২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট, নর্থসাউথ, সাউথইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাপোলো হাসপাতাল ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় লোহার রড, লোহার পাইপ ও ইট দিয়ে পুলিশের ওপর এবং আফতাবনগর মেইন গেটের রাস্তায় যান চলাচলে বাধা দেয়। রাস্তায় গাড়ি ভাঙচুর করে। ওই ঘটনায় বাড্ডা ও ভাটারা থানায় দুটি মামলা করা হয়।