তিন মাসের জন্য মান্নার পাসপোর্ট ফেরতের নির্দেশ

মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১১ অক্টোবর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই নির্দেশ দেন।

আদালতে মান্নার পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এর আগে মান্নার পাসপোর্ট আদালতে জমা থাকলে, ২০১৭ সালের ২৪ আগস্ট আপিল বিভাগের এক নির্দেশনায় বিদেশে চিকিৎসা করাতে তাকে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দেন আপিল বিভাগ। কিন্তু পরবর্তীতে মান্নার জামিন শর্তে তার পাসপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন আদালত। এর পরিপ্রেক্ষিতে মান্না আবারও তার পাসপোর্ট আদালতে জমা দেন। এরপর পুনরায় চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট ফেরত চেয়ে মান্নার পক্ষ থেকে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।