ঢাবির প্রশ্নফাঁস মামলার ৬ আসামির জামিন নামঞ্জুর

 

আদালতঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রশ্নফাঁসের মামলায় ছয় আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৭অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর  এই আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলো—জাহিদুল ইসলাম (৪৫ ), ইনসান আলী রকি (১৯), মোস্তাকিম হোসেন (২০), সাদমান সালিদ (২১), তানভির আহমেদ (২১) ও আবু তালেব (১৯)

এদিন, মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার (উপপরিদর্শক)  আব্দুর রউফ বাহাদুর আসামিদের দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

এরআগে, ১৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় সিআইডি পুলিশের (উপ-পরিদর্শক) রঞ্জন বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরপর ঢাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২২ (২), ৩৩(২) ধারাসহ পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ১৩/৪ ধারায় মামলা দায়ের করেন।