ইরান ও লিবিয়া থেকে ফিরলেন পাচার হওয়া ৯ জন

06f90f465e0ecd3fd1ed27d32e495f08-5be86dd2785bc

ইউরোপের প্রলোভন দেখিয়ে তুরস্ক নিয়ে যাওয়ার সময় ইরানে আটক হওয়া আরও ৮ জন এবং লিবিয়া থেকে একজন দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে এমিরেটসের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রটি আরও জানায়, ইউরোপে নিয়ে যাওয়ার কথা বলে তাদের তুরস্কে নেওয়ার পথে ইরান পুলিশ তাদের আটক করে জেলে পাঠিয়ে দেয়। লিবিয়াফেরত কর্মীও সেদেশের জেলে বন্দি ছিলেন। তাকেও ইউরোপে নিয়ে যাওয়ার কথা ছিল। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেন বা গ্রিস হয়ে ইউরোপে যাওয়ার কথা ছিল তার।

ফিরে আসাকর্মীরা জানান, ইউরোপে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে দালালেরা তাদের ইরানে নিয়ে যায়। তাদের যাওয়ার কথা ছিল তুরস্কে। কিন্তু আজারবাইজান-তুরস্ক সীমান্তে পুলিশ তাদের আটক করে। এরপর ইরান পুলিশের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলখানায় থাকার পর দেশে ফিরেন তারা।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর আহমেদ বলেন, ‘তাদের তুরস্ক দিয়ে ইউরোপে পাচারের চেষ্টা করা হয়েছিল। তারা দীর্ঘদিন জেলে থাকার পর আজ দেশে ফিরেছেন।’

উল্লেখ্য, এর আগে গত ১১ নভেম্বর ইরানে আটক ১২ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদেরও একই পথে ইউরোপে নিয়ে যাচ্ছিল দালালচক্র।