বগুড়ায় ভোটকেন্দ্রে হামলায় আহত জুয়েলের মৃত্যু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনবগুড়ার কাহালুতে ভোটকেন্দ্রে হামলার শিকার আহত নাজমুল হুদা জুয়েল (৩৮) মারা গেছেন। বুধবার (২ জানুয়ারি) বিকাল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন বগুড়ার কাহালু থানার বাগোই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় নাজমুল হুদা জুয়েল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বুধবার (২ জানুয়ারি) সকালে হেলিকপ্টারযোগে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

নিহত জুয়েল বগুড়ার কাহালু থানার বাগোই গ্রামের সোলাইমান ইসলামের ছেলে। তিনি ওই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

বাগোই গ্রামের চেয়ারম্যান মিঠু চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জুয়েল ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন বাগোই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ছিল। সেসময় অতর্কিতভাবে বিএনপি-জামায়াতের একদল সন্ত্রাসী সেখানে হামলা চালায়। আজিজুল নামের একজন ঘটনাস্থলে মারা যান। আর জুয়েল ও মাহবুব আহত হন। পরে তাদের বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার (২ জানুয়ারি) জুয়েলের অবস্থার অবনতি হলে তাকে হেলিকাপটারযোগে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতলে নেওয়া হয়। বিকাল ৫টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’